তিলোত্তমার বিচার চাই । WE WANT JUSTICE./ JUSTICE FOR.AR.JI. KOR
Hlw guys i am Rup Skater.
আজ তোমাদের কিছু কথা বলতে চাই ।
মানুষ বলে অল্প বিদ্যা নাকি ভয়ংকরী ।
তো সবাইকে বলতে চাই আমি স্কুলে লাস্ট বেঞ্চে বসতাম তাই হয়তো শিক্ষার আলোটা আমার পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতে পারিনি তাই আমি অল্প শিক্ষায় শিক্ষিত এইজন্য আজকে আমার লেখাটাও ভয়ঙ্কর হতে পারে । 😈☠️
1/ যারা আমার থেকে বয়সে অনেকটাই বড় তাদেরকে বলব একবার , একবার নিজের মেয়ের জায়গাটা এই তিলোত্তমা কে রেখে দেখুন তো ।
তারপর দেখব এমন ভাবে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারবেন.? , তারপর দেখব কি বলতে পারেন মেয়েটা ভালো না এত রাতে কি দরকার ছিল ডিউটিতে যাওয়ার ।
2/ আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে বলব ভাই একবার, একবার এই তিলোত্তমা দিদিকে নিজের দিদির জায়গায় রাখো তো তারপর ভাবো যে তোমার দিদিকে কিছু লোকে মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। যাকে পাতি ভাষায় বলে সেক্স করে মেরে ফেলেছে । তখনো কি তুমি চুপচাপ বসে থাকবে । কখনো কি তোমার মনে হবে না যে আন্দোলন করা উচিত রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত...? । যদি মনে হয় আন্দোলন করা উচিত তবে এখনো সময় আছে চলো আন্দোলন করি আজ তিলোত্তমা দিদির সঙ্গে হয়েছে। কাল বাস্তবে এটা তোমার দিদির সঙ্গেও হতে পারে।
৩/ আর যেসব ছেলেরা আমার সমবয়সী কিংবা আমার থেকে দু চার বছরের সিনিয়ার তাদেরকে বলব দাদা কিংবা বন্ধু একটিবারের জন্য জাস্ট একটিবারের জন্য নিজের প্রেমিকাকে এই তিলোত্তমার জায়গায় রাখো তো ।
এখানে প্রেমিকা কথাটা উল্লেখ করায় অনেকের অবজেকশন থাকতে পারে । তাদেরকে বলি এই জেনারেশনের ছেলেপেলেরা নিজের দিদি কিংবা বোনের জন্য যতটা না ভাবে, তার থেকে অনেক বেশি ভাবে নিজের প্রেমিকার জন্য । যেটা আমি বড় হতে হতে নিজের চোখে দেখেছি এবং সেখান থেকে বুঝতে শিখেছি ।
যাই হোক যদি এটা তোমার প্রেমিকের সঙ্গে হয় তুমি তো পৃথিবীর এপার ওপার করে ফেলবে তাই নয় কি...?
তবে এখনো সময় আছে চলো বন্ধু আন্দোলন করি, পথে নামি , নইলে তোমার প্রেমিকার সাথে এই ঘটনাটা হোতে ও বেশি দেরি লাগবে না ।
4/ আর যেসব বাবা মায়েরা তার আদরের সন্তানকে রাস্তায় নামতে দিচ্ছেন না , আন্দোলন করতে দিচ্ছেন না , । বলছেন আন্দোলন করতে গেলে অনেক প্রবলেম হতে পারে , মারা যেতে পারে, পুলিশে ধরে নিয়ে যেতে পারে , তাদের কাছে একটাই রিকোয়েস্ট নিজেরা বিষ খেয়ে মরে যান। আপনাদের মত অপদার্থ বাবা-মা কিংবা পরিবারের সম্মানীয় ব্যক্তিরা বেঁচে থাকে পৃথিবীর ওজন বাড়িয়ে কোন লাভ নেই ।
একটা কথা অবশ্যই মনে রাখবে পৃথিবী গোল, নিয়তি কাউকে ছেড়ে কথা বলে না । ভগবানের কাছে চাইবো যারা যারা আন্দোলনে নামেনি বা তাদের পরিবার নামতে দেয়নি। তাদের পরিবারের সঙ্গেও যেন ঠিক এমন একটি ঘটনা ঘটে যাক । নইলে এরা বুঝতে পারবে না যে আপন মানুষ হারিয়ে গেলে বা আপন মানুষের সাথে কোন বাজে ব্যবহার হল ঠিক কতটা পরিমাণ কষ্ট কিম্বা দুঃখ হয়।
#justices #arijitsingh #newsong #arkobe #justiceforarjikor #tilottoma
@ShyamalDas-mc1jb
3 months ago
❤❤❤❤
|