হাসিনার পতনের পর আওয়ামী লীগ যেসকল প্রতিষ্ঠানের উপর ভর করে উঠে দাঁড়াবে |
মূল-ফুল ভিডিও লিংক-
• আওয়ামী লীগ আবার ফিরে আসছে || Pinaki B... ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য একজন চিকিৎসক। তার জন্ম ১৯৬৭ সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানী। পিনাকী ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশী ব্লগার এবং সোশ্যাল একটিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাদৃত। বর্তমানে প্যারিসে লরিয়েনে কর্মরত আছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একজন এডজাংক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভারমেন্টাল টক্সিকোলজি পড়ান। এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকী ভট্টাচার্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর ১৮টি গ্রন্থ তিনি রচনা করেছেন । বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন একটিভিস্ট। ফেসবুকে তার তেরো লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। টুইটারেও তিনি সক্রিয় আছেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্রসমাজ এবং অন্যান্যদের মাঝে সমাদৃত। ২০১৮ সালে বাংলাদেশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সন্দেহভাজনদের বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। পিনাকী ভট্টাচার্য তীব্রভাবে এই বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদের আহূত কোটা সংস্কার আন্দোলন ও স্কুল ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনে দাবিতে পিনাকী ভট্টাচার্য ফেইসবুক এবং টুইটারেও ছিলেন সমান সোচ্চার। তার ফেসবুক এবং টুইটার পোস্টগুলোতে তৎকালীন আন্দোলনকারীদের উপর সরকারপন্থি গোষ্ঠীর আক্রমণের কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি। পিনাকী ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরেতৎকালীন ফ্যাসিস্ট সন্ত্রাসী ক্ষমতাশীন আওয়ামী সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে/বিপ্লবে ব্যাপক ভূমিকা রাখেন। এককভাবে তিনি সবচেয়ে বড় স্টেকহোল্ডার।
#PinakiBhattacharya #pinaki #পিনাকীভট্টাচার্য #পিনাকী #FahamAbdusSalam #ফাহামআব্দুসসালাম #Yunus #Motivation #SalimullahKhan #সলিমুল্লাহখান #FarhadMazhar #ফরহাদমজহার Keywords ►
pinaki bhattacharya | pinaki bhattacharya latest | pinaki bhattacharya latest video 2024 | pinaki bhattacharya channel | pinaki bhattacharya biography | pinaki bhattacharya video | pinaki bhattacharya ke | pinaki bhattacharya notun video | pinaki bhattacharya new episode | pinaki bhattacharya khabar | pinaki bhattacharya today episode | pinaki bhattacharya enayet chowdhury | পিনাকী | পিনাকী ভট্টাচার্য | পিনাকী ভট্টাচার্য এর নতুন ভিডিও | পিনাকী ভট্টাচার্য এর আজকের খবর | পিনাকী ভট্টাচার্য কে | পিনাকী ভট্টাচার্য জীবনী | পিনাকীর নতুন ভিডিও | পিনাকীর আজকের ভিডিও | পিনাকী ভট্টাচার্য জীবনী | পিনাকী ভট্টাচার্য কোন ধর্মের | পিনাকী ভট্টাচার্য ভিডিও আজকের | পিনাকী ভট্টাচার্য এর বক্তব্য | পিনাকী ভট্টাচার্য লেটেস্ট | পিনাকী ভট্টাচার্য লাইভ | পিনাকী ভট্টাচার্য আপডেট নিউজ | পিনাকী ভট্টাচার্য খবর | পিনাকী ভট্টাচার্য এনায়েত চৌধুরী | পিনাকী ভট্টাচার্যের স্ত্রী |
0 Comments
Top Comments of this video!! :3