জেলা শহর পিরোজপুর

2 videos • 2 views • by Foysal Ahmed Official পিরোজপুর জেলার ইতিহাস | পিরোজপুর কিসের জন্য বিখ্যাত পিরোজপুর জেলা বঙ্গোপসাগরের ঐশ্বর্য জোয়ার-ভাটার কলিজাতে গলা একটি পল্লব ভুবা সহ গাঙ্গেয় বদ্বীপ এর দক্ষিণবঙ্গে সাগরদিঘী একদিন যে মিতৃকা উঁকি দিয়েছিল সেটি কালক্রমে প্রণীত হয়েছে জনপদে মুখরিত হয়েছে যৌন কোলাহলে তবে গাঙ্গেয় বদ্বীপ যে বোবা খুনি পিরোজপুর জনপদ গঠিত অঞ্চল অপেক্ষাকৃত বয়সে নবীন ও বাংলাদেশের দক্ষিণ বঙ্গে অবস্থিত প্রান্ত ভূগোলের অন্তর্ভুক্ত । পিরোজপুর জেলার নামকরণের অনেকগুলো মতামত থাকলে উল্লেখযোগ্যগুলো বলা হচ্ছে । সুলতানি আমলে মুসলিম শাসক ফিরোজ শাহের নাম অনুসারে বাংলা চন্দ্রদ্বীপের এ অঞ্চল পরিচিতপ্রায় পিরোজপুর নাম বর্তমান পিরোজপুর নামটি অপভ্রংশ বলে গবেষকরা মনে করেন পর্ণমতে মোগল সম্রাট শাহ সুজার অকালপ্রয়াত পুত্র ফিরোজ শাহের নামে পিরোজপুর এবং পরে অপভ্রংশ হিসেবে পিরোজপুর নামকরণ করা হয় । মোগল আমলে জঙ্গল আবাদ করে সুন্দরবন অঞ্চলে ব্যাপক জনবসতি শুরু হলে পিরোজপুর অঞ্চলেও জনবিন্যাস ঘটে সম্রাট আকবরের আমলে লবণ রহিত করা হলে সুন্দরবন অঞ্চল লবণ উৎপাদনের জন্য বৃদ্ধি পায় এবং গড়ে ওঠে মোগলদের রাজস্ব পরগনা নীরমহল । ক্রমশ জনসংখ্যা বৃদ্ধির ফলে হাজার 854 সালে সিংহালি বিদ্রোহ উপর্যপরি বালেশ্বর দামোদর প্রচুর কালিগঙ্গা নদীতে নৌকা কা তেল উৎপাদন বন্ধ করার লক্ষ্যে 1856 সালে বাখরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট বর্তমান পিরোজপুর অঞ্চলকে একটি মহৎ সৃষ্টির প্রস্তাব করেন । কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহ আর কারণে তা কিছুটা বিলম্বিত হয় । অতঃপর 1859 সালে 28 শে অক্টোবর পিরোজপুর মহকুমা স্থাপিত হয় । এর আগে পিরোজপুর ছিল টক্কা থানার একটি গ্রাম 1873 সালে বিচারে তাদের সুবিধার্থে জেলখানা 1885 সালের পহেলা জুলাই পিরোজপুর নিয়োগ সিটি পেলেটিক 1887 সালের লোকাল বোর্ড এবং উনিশ শতকের শেষের দিকে পিরোজপুরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে পিরোজপুরে নাগরিক সুবিধাসহ শহর গড়ে ওঠে । অন্যদিকে জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে পিরোজপুর মহকুমা সংখ্যা বৃদ্ধি ও পুনঃবিন্যাস করা হয় । হাজার 900 ত্বকের মাঝামাঝি থেকে পিরোজপুর অঞ্চলের জনপ্রিয় শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশি সরকারগুলোর পুনঃবিন্যাস ঘটে এবং নতুন থানার সৃষ্টি হয় । 2002 সালে উপজেলা পদ্ধতি চালু হলে উপজেলার নামকরণ করা হয় হাজার 1984 সালে মহকুমাকে জেলায় উন্নীত করা হলে শাস্তি উপজেলা 645 গ্রাম নিয়ে শেরপুর জেলা গঠিত হয় ।