কৃষক পরিবার#বাংলা_গল্প #learnbanglathroughhindi #childhood #moralstories E#সুখী পরিবার, পরিবার ও বন্ধন#cartoon

1 videos • 0 views • by @moyna-teach12golporupktha গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট বাড়িতে শুভ তার পরিবার নিয়ে থাকত। তার বাবা-মা, ছোট বোন এবং দাদি ছিল পরিবারের অন্যান্য সদস্য। এদের সবার মিলে কাটানো প্রতিটি দিনই ছিল আনন্দে ভরা। শুভর বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক। প্রতিদিন সকালে সূর্য উঠতেই তিনি মাঠে চলে যেতেন। জমিতে শস্য চাষ করাই তার মূল কাজ ছিল। বাবার পরিশ্রমের মূল্য শুভও বুঝত, তাই সে বাবাকে সাহায্য করত। ধানের খেত আর সবজির জমিতে বাবা-ছেলে মিলে কাজ করত, যা তাদের জন্য ছিল আনন্দের সময়। শুভর মা ছিলেন পরিবারের প্রাণ। প্রতিদিন সকালে বাবা আর শুভকে খাইয়ে, ঘরের সব কাজ করতেন। তিনি রান্না করতেন, ঘরদোর পরিষ্কার করতেন, এবং ছোট্ট বাগানেরও যত্ন নিতেন। মা বলতেন, "এই ঘরটাই আমাদের সুখের জায়গা।" তার যত্নের কারণে সবার মন ভালো থাকত। শুভর ছোট বোন ছিল সবার আদরের। সে সব সময় দাদির কাছে গিয়ে গল্প শুনতে চাইত। দাদি তার জীবনের গল্প, পুরনো দিনের কাহিনী শুনিয়ে সবাইকে আনন্দ দিতেন। তিনি বলতেন, "আমরা একসাথে থাকলেই সব কিছু সহজ হয়ে যায়।" তার গল্পে শুধু মজা নয়, শিক্ষাও থাকত। বিকেলে শুভ আর তার বোন ছোট বাগানে মিলে ফুল আর সবজি তুলত। সন্ধ্যায় সবাই একসাথে গল্প করত, হাসত এবং সুখের সময় কাটাতো। দাদির পুরনো দিনের গল্প আর সবার একসাথে থাকা এই পরিবারের বিশেষত্ব ছিল। এই পরিবারের প্রতিটি সদস্যই ছিল একে অপরের উপর নির্ভরশীল এবং ভালোবাসায় আবদ্ধ। তাদের এমন জীবনই প্রকৃত সুখের প্রতীক।