Title: আমের বাগানের ভূত(Am'er Bagan'er Bute )#cartoon #banglagolpofairytales W#fairytalesstory @#banglagolpo

1 videos • 0 views • by @moyna-teach12golporupktha Title: আমের বাগানের ভূত (Am'er Bagan'er Bhuter ) Keywords: আম, ভূতের বাড়ি, বন্ধুত্ব, আমের বাগান, রোমাঞ্চ, সাহস, রহস্য (Am, Bhuter Bari, Bondhutto, Am'er Bagan, Romansch, Sahos, Rohosso) Description: দুটি বন্ধু আম পাড়ার জন্য আমের বাগানে যায়। সেখানেই তারা এক পুরনো ভূতের বাড়ির মুখোমুখি হয়। বন্ধুত্ব আর সাহসের গল্পে ভরা এক রোমাঞ্চকর অভিযানের কাহিনি। Tags: #আমের_বাগান ভূ #ভূতের_গল্প #বাংলা_গল্প #বন্ধুত্বের_গল্প #রোমাঞ্চ #সাহস Story: আমাদের ছোট্ট গ্রামে একটি আমের বাগান ছিল, যা গ্রীষ্মকালে সবসময় গুঞ্জনে ভরে থাকত। তবে সেই বাগানের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো, ভগ্নপ্রায় বাড়ি। লোকেরা বলে, ওটাই নাকি ভূতের বাড়ি! রাহাত আর সাজিদ, দুই দুষ্টু বন্ধু, একদিন সিদ্ধান্ত নেয় আমের বাগানে গিয়ে পাকা আম খাবে। কিন্তু বাগানের মালিকের ভয়ে তারা রাতেই যাওয়ার পরিকল্পনা করে। রাতের অন্ধকারে, টর্চ আর একটি ব্যাগ নিয়ে তারা রওনা হয়। বাগানে পৌঁছে, গাছে ঝুলে থাকা আম দেখে রাহাত বলে, "কী সুন্দর আম! চলো তাড়াতাড়ি তুলে ফেলি।" তারা আম পাড়তে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ একটি গাছের পাতা নড়ে ওঠে। সাজিদ ভয়ে বলে, "এই রাহাত, তুই কি দেখলি? ওই পাতাটা নড়ল কেন?" রাহাত হাসতে হাসতে বলে, "তুই এত ভীতু কেন? এটা তো শুধু বাতাসে নড়া!" কিন্তু এবার তারা ভাঙা বাড়ির দিক থেকে আসা একটা অদ্ভুত শব্দ শুনল। যেন কেউ ফিসফিস করছে। সাজিদ আতঙ্কিত হয়ে বলল, "আমি বলেছিলাম না, এখানে ভূত আছে!" তারা শব্দ অনুসরণ করে ভাঙা বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির জানালা দিয়ে কিছু আলো ঝলমল করছে। ভেতরে ঢুকে দেখে, একদল বাদুড় উড়ে বেড়াচ্ছে। তখনই তারা বুঝতে পারে, এখানে কোনো ভূত নেই। হঠাৎ তারা একটি বয়স্ক লোককে দেখতে পায়। লোকটি বলে, "ভয় পেও না, আমি এই বাড়ির দেখাশোনা করি। কেউ এসে ক্ষতি না করে, তাই এখানে থাকি।" রাহাত আর সাজিদ বুঝতে পারে, তারা ভয়ের গল্প শুনে ভুল ধারণা করেছিল। তারা লোকটির সঙ্গে গল্প করে এবং বাগান থেকে পাকা আম নিয়ে বাড়ি ফেরে। গ্রামে ফিরে এসে তারা সবাইকে জানায়, "আমাদের বাগানের ভূতের বাড়ি আসলে ভূতের নয়, বরং সাহসের পরীক্ষা!"