All About IUT - Islamic University of Technology | Campus Life, Experience, Events, Everything
37 videos • 1,965 views • by Films By Rafid The four years of my undergrad life was in IUT. During this journey, I have made a lot of videos about this university. In this playlist, All the videos of IUT are compiled together. IUT is an international University, a subsidiary organization of OIC (Organization of Islamic Cooperation) situated in Gazipur, Bangladesh. This is an Engineering University and requires a competitive exam to be admitted. About the Cultures here, IUT is not like typical other universities. Islamic Community is quite strong here, If you expect a festive environment like movies, you will get bored. If you are islamic minded you will find this university peaceful. But don't worry, no one will interfere what you do. It's up to you. Besides, in IUT, there is no politics, students do not waste time in useless activities, students are engaged in productive activities throughout the undergrad life. IUTians dominate in the national and international competitions in their undergrad life. The clubs and societies are quite strong compared to other universities in the country. After graduation, IUTians dominate the academic, corporate (Multinational Companies), technical sectors along with entrepreneurship in the country though most of the IUTians go abroad for higher studies. Life in IUT is like a roller coaster ride, with so much academic pressure, having a very competitive environment, which continuously pushes to do better and achieve something big. At least from my experience, the ME20 guys (Mechanical Engineering Batch 20) are awesome, helpful and very talented, very hungry for success, dedicated to achieve their goals. Therefore, I had to continuously push myself to do better and to cope up with everyone, eventually being a better version of myself because of the competitive environment here and the influence of my friends. The Hall life is just awesome, if the academic pressure is excluded. For the people who asked me about IUT Admission : According to the latest information from 2024 Admission, Only around 8000 students can attend the examination here after HSC. And the total seat is around 760. IUT provides 2 full free scholarships and 80 partial scholarships for the undergraduate students from the admission merit list. You have to achieve a very good rank in the admission test to get the scholarships. I was a student of the Mechanical Engineering Program with Partial OIC Scholarship and my admission merit position was 191th. If you don't get the scholarship, think twice to admit here, it might not be worth it depending on your financial ability. But if you get the scholarship, IUT is definitely a good choice. This playlist includes all the videos of IUT, a journey of 3 years of videography experience being an IUTian. আমার ভার্সিটি লাইফের চার বছর আমি আইইউটিতে কাটিয়েছি। এই চার বছরে এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে। এই প্লেলিস্টে, IUT-এর সব ভিডিও একসাথে দেয়া আছে। আইইউটি একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের গাজীপুরে অবস্থিত ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এর একটি সহায়ক সংস্থা। এটা একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এখানে ভর্তির জন্য একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে। এখানকার কালচার সম্পর্কে বললে, আইইউটির কালচার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না। ইসলামিক কমিউনিটি এখানে বেশ শক্তিশালী, সিনেমার মতো উৎসবমুখর পরিবেশ আশা করলে হতাশ হতে হবে, আর ইসলামিক মনোভাব থাকলে এই বিশ্ববিদ্যালয়ের কালচার ভালো লাগবে। তবে কেউ কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবেনা। এছাড়া আইইউটিতে কোনো রাজনীতি নেই, শিক্ষার্থীরা অনর্থক কাজে সময় নষ্ট করে না, তারা প্রোডাক্টিভ কাজে নিয়োজিত থাকে। আইইউটিয়ানরা বিভিন্ন কম্পিটিশন-ফেস্ট এ ভালোই ডমিনেট করে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ক্লাব ও সোসাইটিগুলো বেশ শক্তিশালী। বের হওয়ার পর আইইউটিয়ানরা দেশের একাডেমিক, কর্পোরেট, টেকনিকাল সেক্টরে ভালোই প্রভাব রাখে, যদিও বেশিরভাগ আইইউটিয়ান দেশের বাইরে হায়ার স্টাডিজে চলে যায়। যারা আমাকে আইইউটি ভর্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছে তাদের জন্য: 2024 ভর্তির সর্বশেষ তথ্য অনুসারে, HSC এর পরে এখানে 8000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারে। এবং মোট আসন প্রায় 760। আইইউটি ভর্তি মেধা তালিকা থেকে 2টা ফুল ফ্রি স্কলারশিপ এবং 80টা পার্শিয়াল স্কলারশিপ দেয়া হয়৷ স্কলারশিপ পেতে ভর্তি পরীক্ষায় খুব ভালো র্যাঙ্ক করতে হবে। আমি পার্শিয়াল ওআইসি স্কলারশিপে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২০ ব্যাচের ছাত্র ছিলাম এবং আমার ভর্তির র্যাংক ছিল 191 তম। স্কলারশিপ না পেলে এখানে ভর্তি হওয়ার জন্য আগে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে পরে আফসোস হতে পারে। কিন্তু স্কলারশিপ পেলে IUT অবশ্যই একটা ভালো চয়েস।