শানে গাউসে পাক ও জামে আওলীয়া সম্মেলন 2017

13 videos • 35 views • by Monoyara Tv ২১ জানুয়ারী ২০১৭ চট্টগ্রাম ঐতিহাসিক মুসলিম হলে বিশ্ব সুন্নী আন্দোলন , বাংলাদেশ এর উদ্যোগে শানে গাউছে পাক এবং শানে জামে আউলিয়া রহমতুল্লাহ আলাইহি স্মরণে এক বিশাল মহা সমাবেশ এর আযোজন করা হয় । উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাফসিরে মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের অনুবাদক, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী -ওলীয়ে রাব্বানী- হাফেজ আল্লামা সৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ্ । উক্ত সম্মেলেনের সভাপতিত্ত্ব ও দিকনির্দেশনামূলক মূল বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের রাজনৈতিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আহ্বায়ক- ইমাম হায়াত ।